বাজিস-৩ : বরগুনায় তিনটি বহুমুখী আশ্রয় কেন্দ্র নির্মিত হচ্ছে

152

বাজিস-৩
বরগুনা-আশ্রয় কেন্দ্র
বরগুনায় তিনটি বহুমুখী আশ্রয় কেন্দ্র নির্মিত হচ্ছে
বরগুনা, ৩ মার্চ, ২০১৯ (বাসস) : জেলার আমতলী উপজেলায় সাড়ে ৬ কোটি টাকায় নির্মিত হচ্ছে তিনটি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘বহুমুখী, স্কুল কাম ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রকল্প’র মাধ্যমে আশ্রয়কেন্দ্রগুলো নির্মিত হচ্ছে।
আমতলী উপজেলার প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী-চাওড়া নেছারিয়া আলিম মাদ্রাসা কাম বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ২ কোটি ১২ লাখ ৬০ হাজার ১৮১ টাকায়, আমতলী সদর ইউনিয়নের চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে, কুকুয়া ইউনিয়নের কুকুয়া সরোয়ার্দি মাধ্যমিক বিদ্যালয়ে ২ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৯২৩ টাকা ব্যয়ে আশ্রয় কেন্দ্রগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তিনটির নির্মাণ কাজ ২০১৮ সালে শুরু হয়। বর্তমানে কাজের প্রায় ৯০ ভাগ সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের সহকারী প্রকৌশলী মো. ইলিয়াস মিয়া জানান, দুর্যোগের সময় প্রতিটি আশ্রয় কেন্দ্রে ১২০০ মানুষ আশ্রয় নিতে পারবে। প্রতিটি আশ্রয় কেন্দ্র তিন তলা ভবন বিশিষ্ট নারী বান্ধব ও প্রতিবন্ধী সহায়ক করে নির্মাণ করা হচ্ছে।
আমতলী উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা নিউটন বাইন জানান, এ বছর ৩০ জুনের মধ্যে আশ্রয়কেন্দ্রগুলোর নির্মাণ কাজ শেষ হবে।
বাসস/সংবাদদাতা/আহো/১২৫০/নূসী