ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন গেইল

178

সেন্ট লুসিয়া, ৩ মার্চ ২০১৯ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল। গতরাতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মাত্র ১৯ বলে হাফ-সেঞ্চুরি করেন তিনি। যা ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড। এতে ভেঙ্গে যায় সাবেক অধিনায়ক ড্যারেন সামির রেকর্ডটি। ২০১০ সালে অ্যান্টিগায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে মাত্র ২০ বলে হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন সামি। ৯ বছর সামির কীর্তি ভেঙ্গে নতুন রেকর্ডের জন্ম দিলেন গেইল।
রেকর্ড গড়া ইনিংসে ৯টি ছক্কা ও ৫টি চারে ২৭ বলে ৭৭ রানের ঝড়ো ইনিংস খেলেন গেইল। ১৯ বলের হাফ-সেঞ্চুরির ইনিংসে ৬টি ছক্কা ও ৩টি চার মেরেছিলেন তিনি। ম্যাচে ইংল্যান্ডের দুই পেসার ক্রিস ওকসকে ৪টি ও মার্ক উডকে ৫টি ছক্কা মারেন গেইল।
গেইলের ব্যাটিং নৈপুন্যের সাথে ডান-হাতি পেসার ওসান থমাসের ৫ উইকেট শিকারে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ ২২৭ বল বাকী রেখেই জয়ের স্বাদ নেয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করে ক্যারিবীয়রা।