বাসস দেশ-২ : ওবায়দুল কাদেরের হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে : কনক কান্তি বড়ুয়া

315

বাসস দেশ-২
কাদের-হার্ট-ব্লক
ওবায়দুল কাদেরের হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে : কনক কান্তি বড়ুয়া
ঢাকা, ৩ মার্চ, ২০১৯ (বাসস) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের হার্টে ৩টি ব্লক ধরা পড়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবমেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
এর আগে সকাল সাড়ে ৭টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কনক কান্তি বড়ুয়া বলেন, ‘ওবায়দুল কাদেরের তিনটি ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে একটি ব্লক অপসারণ করা হয়েছে। এছাড়া ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
এছাড়া সেতুমন্ত্রীকে দেখতে এসে অযথা ভিড় যেন হাসপাতালে না হয় সেটা ভেবে দেখার অনুরোধ করেন তিনি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘দেশবাসীর কাছে ওবায়দুল কাদের জন্যে দোয়া চাই।’
তিনি জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ওবায়দুল কাদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিচ্ছেন। আমি দলীয় নেতাকর্মীদের বলবো অযথা ভীড় করবেন না। ওবায়দুল কাদের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।’
বাসস/বিকেডি/১১৪০/এমএবি