বাসস দেশ-২৪ : এসডিজি বাস্তবায়নের সকল পর্যায়ে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করতে হবে : নজিবুর রহমান

148

বাসস দেশ-২৪
নজিবুর-এসডিজি-কর্মশালা
এসডিজি বাস্তবায়নের সকল পর্যায়ে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করতে হবে : নজিবুর রহমান
খুলনা, ২ মার্চ, ২০১৯ (বাসস) ঃ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের সকল পর্যায়ে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: নজিবুর রহমান।
আজ শনিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় এবং খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়।
খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজ, নৌ পরিবহন মন্ত্রালয়ের সচিব মোঃ আব্দুস সামাদ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদার এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম।
কর্মশালার প্রেক্ষাপট বিশ্লেষণ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক মোঃ আশরাফ উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
প্রধানমন্ত্রীর মূখ্য সচিব বলেন, বাংলাদেশ কেবল এসডিজি বাস্তবায়ন করছে না, এটি প্রণয়নেও অগ্রণী ভূমিকা রেখেছে। এসডিজি’র মূল প্রতিপাদ্য হচ্ছে, কাউকে পিছনে ফেলে নয়। এজন্য প্রধানমন্ত্রী সকল অঞ্চলে সমান উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছেন। গ্রামগুলোতেও শহরের সকল সুযোগ সুবিধা পৌঁছে দিতে ‘আমার গ্রাম আমার শহর’ স্লোগানে ডিজিটাল গ্রাম গড়ার উদ্যোগ গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্ভাবিত এধরণের বিভিন্ন উন্নয়ন মডেল সারা বিশ্বে প্রসংশিত হচ্ছে।
মো: নজিবুর রহমান বলেন, যহেতু এক এক এলাকার সম্পদ, সম্ভাবনা, সমস্যা ভিন্ন ভিন্ন, তাই সেই এলাকার প্রেক্ষাপটকে বিবেচনায় রেখেই এসডিজি বাস্তবায়ন পরিকল্পনা করতে হবে।
বিকেলে মূখ্য সচিব খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের আওতায় সফল উদ্যোক্তা উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে তিনি খুলনা শিশু হাসপাতাল, নির্মিতব্য শেখ রাসেল ইকো পার্ক পরিদর্শন করেন।
মোঃ নজিবুর রহমান রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অর্থায়ণে নির্মিত দুটি ঘর উপকারভোগীদের কাছে হস্তান্তর করেন।
এছাড়া মূখ্য সচিব খুলনা অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ করেন।
বাসস/সংবাদদাতা/এমএন/১৮৪১/কেএমকে