বাসস দেশ-২২ : মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ ত্রিবেদীর মৃত্যুতে সেক্টর কমান্ডারস্ ফোরামের শোক

146

বাসস দেশ-২২
সেক্টর কমান্ডার-শোক
মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ ত্রিবেদীর মৃত্যুতে সেক্টর কমান্ডারস্ ফোরামের শোক
ঢাকা, ২ মার্চ, ২০১৯ (বাসস) : বিশিষ্ট মুক্তিযোদ্ধা, মুজিবনগর সরকারের উর্ধ্বতন কর্মকর্তা ও লেখক রবীন্দ্রনাথ ত্রিবেদীর মৃত্যুতে সেক্টর কমান্ডারস্ ফোরাম শোক জানিয়েছে।
রবীন্দ্রনাথ ত্রিবেদী (৭৫) শুক্রবার ফরিদপুরে পরলোক গমন করেন।
সেক্টর কমান্ডারস্ ফোরামের পক্ষে শোক প্রকাশ করেছেন, মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, বীর উত্তম, লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অব.) মো. নুরুল আলম, ম. হামিদ, আনোয়ার উল আলম শহীদ, হারুন হাবীব, অধ্যাপক আবুল কালাম আজাদ পাটওয়ারী, অধ্যাপক ডা. এম. এস. এ. মুনসুর আহমেদ এবং মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার।
রবীন্দ্রনাথ ত্রিবেদী মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামানের বিশেষ সহকারি হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনসংযোগ কর্মকর্তা এবং তথ্য মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাষ্ট্রপতির তথ্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বরেণ্য লেখক রবীন্দ্রনাথ ত্রিবেদী বাংলাদেশের রাজনীতি ও মুক্তিযুদ্ধের ওপর অসংখ্য গবেষণা গ্রন্থ প্রণয়ন করেন।
বাসস/সবি/এসই/১৮৩০/এএএ