বাসস দেশ-১৬ : খেলাধুলা উন্নত জীবন গঠনের মাধ্যম : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

152

বাসস দেশ-১৬
ফরহাদ-প্রতিযোগিতা-উদ্বোধন
খেলাধুলা উন্নত জীবন গঠনের মাধ্যম : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ঢাকা, ২ মাচর্, ২০১৯ (বাসস) : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, খেলাধুলা উন্নত জীবন গঠনের একটি অন্যতম মাধ্যম। শিক্ষার্থীদের মননশীল করে গড়ে তুলতে আরো বেশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন ।
আজ ঢাকাস্থ মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ৩৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন ।
ফরহাদ হোসেন বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং মানসিক উৎকর্ষের বিকাশ ঘটে। তাই শিক্ষার্থীদের মেধার বিকাশ ও মননশীলতা বৃদ্ধিতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা প্রয়োজন ।
প্রতিমন্ত্রী আরো বলেন, ক্রীড়ার মাধ্যমে সুস্বাস্থ্য, মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায়। তাই শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন আরো দৃঢ় করতে খেলাধূলার সুব্যস্থা নিশ্চিত করতে সকলকে আরো উদ্যোগী হতে হবে ।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক সত্যব্রত সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।
বাসস/সবি/এমএন/১৭৩০/আরজি