বাসস ক্রীড়া-৭ : ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া

143

বাসস ক্রীড়া-৭
ফুটবল-কোপা ডেল’রে
ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া
মাদ্রিদ, ১ মার্চ, ২০১৯ (বাসস) : কোপা দেল রে’র ফুটবলের ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হিসেবে নাম লিখিয়েছে ভ্যালেন্সিয়া। গতরাতে সেমিফাইনালের ফিরতি লেগে ভ্যালেন্সিয়া ১-০ গোলে হারিয়েছে রিয়াল বেতিসকে। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে নাম লেখায় ভ্যলেন্সিয়া। প্রথম লেগের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিলো। সেমির ম্যাচ জিতে ১১ বছর পর কোপা দেল রে’র ফাইনালে উঠলো ভ্যালেন্সিয়া।
নিজেদের মাঠে প্রথম লেগে দুর্দান্ত পারফরমেন্স করে রিয়াল বেতিস। ২-২ গোলে ড্র করে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখে তারা। আশা ছিলো ভ্যালেন্সিয়ারও। অন্তত ১ গোলের ব্যবধানে জিতলেই ফাইনাল নিশ্চিত হবে তাদের। সেই লক্ষ্যে শুরুটা হাড্ডাহাড্ডি ছিলো দু’দলের। ম্যাচের প্রথমার্ধ গোলশুন্যভাবেই শেষ হয়। তবে ম্যাচের ৫৬ মিনিটে গোল আদায় করে নেয় ভ্যালেন্সিয়া। রড্রিগোর গোলে ম্যাচে প্রথম লিড নেয় তারা। শেষ পর্যন্ত ঐ গোলেই ম্যাচ জিতে নেয় ভ্যালেন্সিয়া।
ভ্যালেন্সিয়ার কোচ মার্সেলিনো ম্যাচ শেষে বলেন, ‘এই মৌসুমে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে। অনেকগুলো হার-ড্র ছিলো আমাদের। এই জয়টি আমাদের প্রাপ্য ছিলো। আমরা খুবই কঠিন সময়ের মধ্যে ছিলাম। ম্যাচের যা ফল হয়েছে, তার চাইতে আরও ভালো ফুটবল খেলতে পারি আমরা। ফাইনালেও ভালো খেলার প্রত্যাশা করছি।’
আগামী ২৫ মার্চ এবারের আসরের ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া। এই নিয়ে চতুর্থবারের মতো কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হবে তারা। চিরপ্রতিন্দন্দ্বি রিয়াল মাদ্রিদকে ৪-১ গোলে হারিয়ে টানা ষষ্ঠবারের মতো ফাইনালে ওঠে বার্সেলোনা।
বাসস/এএমটি/১৬৫৫/স্বব