যশোরে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রী নিহত

668

যশোর, ১০ মার্চ, ২০১৮ (বাসস) : জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় আজ সকাল ৮টায় সড়ক দুর্ঘটনায় ফাতিমা রোজা ও জেরিন নামে দুই ছাত্রী নিহত এবং আগআঁচড়া কলেজের প্রভাষক মো. আলমগীর কবীর (৪৫) আহত হয়েছেন।
মৃত ফাতিমা রোজা (১২) স্থানীয় বাগআঁচড়া গালর্স স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী ও বাগুড়ী গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। অপর নিহত জেরিন খানম (১১) একই শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ও ইব্রাহীম হোসেনের মেয়ে। মৃত দু’জন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে প্রভাষক আলমগীর কবীর তার মেয়ে ফাতিমা রোজা ও ভাগিনী জেরিনকে স্কুলে পৌঁছে দিতে মোটর সাইকেলযোগে বাড়ি থেকে বের হন। তারা বাগআঁচড়া বাজারের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সামনে পৌঁছালে একটি বালু ভর্তি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে ফাতিমা ও জেরিন রাস্তার উপর পড়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। গুরুতর আহত মোটর সাইকেল চালক প্রভাষক আলমগীর কবীরকে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দু’স্কুল ছাত্রীর মৃত্যুতে সহপাঠীসহ এলাকায় শোক বিরাজ করছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ ব্যাপারে শার্শা থানায় মামলা দায়ের হয়েছে।