কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

189

কুড়িগ্রাম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ের এক বৈঠক কুড়িগ্রাম সীমান্তে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকালে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট বিওপি’র নিকটস্থ ভারতের অভ্যন্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে রংপুর বিজিবি’র ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ হোসেনের নেতৃত্বে ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল এবং বিএসএফ-এর পক্ষে ডিআইজি ললিত কুমারের নেতৃত্বে ২২ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহন করেন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত এলাকায় বিনা উষ্কানিতে গুলিবর্ষন, বাংলাদেশী নাগরিকদের মারধর, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য পাচার, চোরাচালান এবং বাংলাদেশী নাগরিক আটকসহ সীমান্তের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠক ফলপ্রসু হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।