বিগ ব্যাশকে কৃতিত্ব দিলেন ম্যাক্সওয়েল; মুগ্ধ ফিঞ্চ-কোহলি

171

ব্যাঙ্গালুরু, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : গতরাতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে ৫৫ বলে অপরাজিত ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। তার এমন ব্যাটিং-এর কাছে সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটে হারে ভারত। সেই সাথে দুই ম্যাচের টি-২০ সিরিজও হারে বিরাট কোহলির দল। উচ্ছসিত ম্যাক্সওয়েল নিজের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য কৃতিত্ব দিলেন অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ সিরিজ বিগ ব্যাশকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাক্সওয়েল বলেন, ‘ভারত সফরটি অসাধারণভাবে শুরু করলাম আমরা। ভারতের মাটিতে যেকোন সিরিজ জয় মোটেও সহজ নয়। দেশের মাটিতে ঘরোয়া টি-২০তে নিয়মিত খেলার ফল পেতে শুরু করেছি আমরা। বিগ ব্যাশের অভিজ্ঞতা এখানে দারুণভাবে কাজে লেগেছে। আশা করি, ওয়ানডেতেও দল ভালো করবে।’
ভারতের ছুড়ে দেয়া ১৯১ রানের টার্গেটে খেলতে নেমে ২২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। এ সময় মাঠে নেমে এক প্রান্ত আগলে ভারতীয় বোলারদের একাই শাসন করেন তিনি। ব্যাট হাতে এতটাই বিধ্বংসী ছিলেন যে ৫০তম বলেই টি-২০ ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরির দেখা পান ম্যাক্সওয়েল। শেষ পর্যন্ত ৭টি চার ও ৯টি ছক্কায় মাত্র ৫৫ বলে অপরাজিত ১১৩ রান করে অস্ট্রেলিয়ার ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এ তারকা ব্যাটসম্যান। তাই ম্যাচ ও সিরিজ সেরা হন তিনি। ম্যাচ শেষে ম্যাক্সওয়েলের প্রশংসা করে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘ভারতের মাটিতে যে কোনও সিরিজ জয়ই বড় প্রাপ্তি। ম্যাক্সওয়েলের দুর্দান্ত ব্যাটিং-এ সিরিজ জয় করতে পারলাম আমরা। এমন একটি দুর্দান্ত ইনিংস সত্যিই অত্যন্ত আনন্দের।’
প্রথম ম্যাচের মত দ্বিতীয় টি-২০তেও জয়ের সুবাতাস পেয়েও হার মানতে হলো ভারতকে। দুই ম্যাচ হেরে সিরিজও হাতছাড়া করলো টিম ইন্ডিয়া। দেশের মাটিতে অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে টানা ১৫ সিরিজ অপরাজিত ছিলো ভারত। অবশেষে ১৬তম সিরিজে হার মানলো ভারত। ১৫টির মধ্যে সাতটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-২০ সিরিজ ছিলো। এরমধ্যে ১৪টি জয় ও ১টি সিরিজ হয় ড্র।
১৬তম সিরিজে এসে হারের কারণ হিসেবে ম্যাক্সওয়েলের ব্যাটিং ও শিশিরকে দায়ী করলেন কোহলি, ‘শেষ দুই ম্যাচে প্রত্যেক বিভাগে অস্ট্রেলিয়া আমাদের হারিয়ে দিয়েছে। পরিকল্পনা করে, বুদ্ধি খাটিয়ে খেলেছে তারা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে আমরা পিছিয়ে ছিলাম। এ ম্যাচে ১৯০ রান মোটেও খারাপ ছিলো না। কিন্তু এ মাঠে খুব শিশির পড়ছিলো। এর মধ্যে ম্যাক্সওয়েলের এমন ব্যাটিং হলে ম্যাচে বেশি কিছু করার থাকে না।’
আগামী ২ মার্চ থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।