১০ হাজার রানে পা রেখে ছক্কায় বিশ্বরেকর্ড গেইলের

195

গ্রেনাডা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বিশ্বের ১৪তম ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মারকুটে ওপেনার ক্রিস গেইল। গতরাতে গ্রেনাডায় সিরিজের চতুর্থ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলার পথে ১০ হাজার রান পূর্ণ করেন গেইল।
২৮৮তম ম্যাচের ২৮২তম ইনিংসে ১০ হাজার রান করেন গেইল। বিশ্বে যা অষ্টম দ্রুত ১০ হাজার রান। ওয়ানডে অভিষেকের পর ১৯ বছর ১৬৯তম দিনে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন গেইল। এ মাইলফক স্পর্শ করা বিশ্বের যেকোন ব্যাটসম্যানদের মধ্যে দীর্ঘসময় পর এমন মাইলফলক স্পর্শ করলেন তিনি। এছাড়া সবচেয়ে বেশি বছর বয়সী খেলোয়াড় হিসেবে ১০ হাজার রান পুর্ন খেলোয়াড় হলেন গেইল।
গেইলের আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রথম ১০ হাজার রান করেছেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা। ২৯৯ ম্যাচে লারার রান ১০৪০৫।
ইংল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংসে ১১টি চার ও ১৪টি ছক্কা মারেন গেইল। ফলে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০ ছক্কা পূর্ণ করেন তিনি। এছাড়া চলতি সিরিজে ৩০টি ছক্কা মেরেছেন গেইল। এখানেও বিশ্বরেকর্ড করেছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। যেকোন সিরিজ বা টুর্নামেন্টে এক ব্যাটসম্যানের সর্বোচ্চ ছক্কা এটি। অবশ্য এক্ষেত্রে নিজের রেকর্ড নিজেই ভেঙ্গেছেন গেইল। ২০১৫ সালের বিশ্বকাপে ৬ ম্যাচের ৬ ইনিংসে ২৬টি ছক্কা মেরেছিলেন গেইল।