বাসস ক্রীড়া-৭ : ৪৬ ছক্কায় বিশ্বরেকর্ড ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের

155

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-ওয়ানডে
৪৬ ছক্কায় বিশ্বরেকর্ড ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের
গ্রেনাডা, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : গ্রেনাডায় সিরিজের চতুর্থ ওয়ানডেতে ৪৬টি ছক্কা মেরেছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ইংল্যান্ড ২৪টি, ওয়েস্ট ইন্ডিজ ২২টি। এই ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। এর আগের রেকর্ডটি ছিলো ভারত-অস্ট্রেলিয়ার। ২০১৩ সালে ব্যাঙ্গালুরুতে ৩৮টি ছক্কা মেরেছিলো ভারত-অস্ট্রেলিয়া।
এছাড়াও এক ম্যাচে বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে ৬৪টি চার ও ৪৬টি ছক্কায় ৫৩২ রান করেছেন তারা। যা ওয়ানডে ক্রিকেটে এক ম্যাচে বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে সর্বোচ্চ রান। আগের রেকর্ডটি ছিলো দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার। ২০০৬ সালে জোহানেসবার্গে বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে ৫০৪ রান করেছিলো দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া।
এ ম্যাচে ২৪টি ছক্কা মেরেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। ফলে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড এককভাবে দখলে নিয়েছে ইংল্যান্ড। এই সিরিজের প্রথম ম্যাচে এক ইনিংসে ২৩টি ছক্কা মেরে বিশ্বরেকর্ডটি দখলে নিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। ২০ ফেব্রুয়ারি হওয়া ঐ রেকর্ড ভেঙ্গে গতরাতে সেটি দখলে নিলো ইংল্যান্ড।
বাসস/এএমটি/১৫০৫/স্বব