বাসস দেশ-৩৩ : ফ্রান্স রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে

298

বাসস দেশ-৩৩
ফ্রান্স-রোহিঙ্গা
ফ্রান্স রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ফ্রান্স রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।
ফ্রান্সের ৪ সদস্যের একটি পার্লামেন্টারী প্রতিনিধিদল আজ এখানে সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাতকালে এ অঙ্গীকারের কথা ব্যক্ত করেন।
সরকারি সুত্রে একথা জানান হয়।
ফ্রান্স-সাউথ ইস্ট এশিয়া ইন্টার-পার্লামেন্টারী ফ্রেন্ডশীপ গ্রুপ ও সেনেটর জ্যাকি ডেরোমেদি প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন।
বৈঠকে উভয় দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্য ও রোহিঙ্গা সংকট সমাধানের পন্থা নিয়ে আলোচনা হয়।
বাসস/সবি/এসএএইচ/অনু-এমএসআই/২০০০/জহ/-আসচৌ