বাসস দেশ-২৫ : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে জাপানী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

164

বাসস দেশ-২৫
খালিদ-সাক্ষাৎ
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে জাপানী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ) : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোয়াশু ইজুমি আজ সকালে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র সাথে তার সচিবালয়স্থ অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক সাংস্কৃতিক বিনিময় জোরদারকরণ, জাপানে বাংলাদেশী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
জাপানী রাষ্ট্রদূত জানান, বর্তমান সরকারের বিনিয়োগ বান্ধব নীতির কারণে বাংলাদেশে জাপানের বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু জাপানী কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
এছাড়াও জাপানের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বাংলাদেশী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশে জাপানী ভাষাশিক্ষার চাহিদা অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, এজন্য বাংলাদেশে জাপানী ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণে জাপান দূতাবাস প্রয়োজনীয় সহযোগিতা প্রদানসহ কাজ করতে আগ্রহী।
সাক্ষাতকালে ঢাকাস্থ জাপান দূতাবাসের সংস্কৃতি বিষয়ক প্রধান মাচিকো ইয়ামামুরা এসময় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/কেসি/১৯০০/এএএ