মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

2376

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে আজ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়
মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে আজ বিকেল তিনটায় রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি সাফিয়া বেগম, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, সহ-সভাপতি তাসলিমা খাতুন, কেয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শিখা রানী, সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, কার্য নির্বাহী কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ ও দক্ষিণ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি শোভাযাত্রার উদ্বোধন করেন।
সংগঠনটির নেতা-কর্মীরা শোভাযাত্রায় জাতীয় ও দলীয় পতাকা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন বহন করে।
শোভাযাত্রাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেইট থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, ১৯৬৯ সালে ২৭ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।