বাসস দেশ-২৫ : পরিবেশ দূষণের দায়ে ৫টি কারখানাকে ৪৫ লাখ ৫৮ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য

384

বাসস দেশ-২৫
অভিযান-ক্ষতিপূরণ
পরিবেশ দূষণের দায়ে ৫টি কারখানাকে ৪৫ লাখ ৫৮ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য
ঢাকা, ৪ জুন, ২০১৮ (বাসস) : পরিবেশ দূষণের দায়ে সাভার, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার ৫টি কারখানা কতৃপক্ষকে ৪৫ লাখ ৫৮ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজ পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) পরিবেশগত ছাড়পত্র ব্যতীত কারখানা, জেনারেটর স্থাপন, পরিচালনা, কারখানার দূষিত তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় এসব কারখানাকে মোট ৪৫ লাখ ৫৮ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেন।
সোমবার শুনানীক্রমে ঢাকার সাভারের রিজভী ফ্যাশনস লিমিটেডকে ২ লাখ ৫০ হাজার টাকা, নারায়ণগঞ্জের রান্স অ্যাপারেলস লিমিটেডকে ৪১ লাখ ১ হাজার ১ শ’ ২০ টাকা, টডস প্রিন্টিংকে ৭ হাজার ৩ শ’ ৯২টাকা, মুন্সীগঞ্জের প্রকৃতি ডেইরীজ লিমিটেডকে ১ লাখ টাকা এবং কিশোরগঞ্জের বন্ধু কয়েল পাউডার মিলকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করেন।
বাসস/সবি/এমএমবি/১৯৪০/এসই