বাসস ক্রীড়া-১৪ : শেষ ম্যাচে রূপগঞ্জকে হারালো মোহামেডান

161

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-প্রিমিয়ার লিগ
শেষ ম্যাচে রূপগঞ্জকে হারালো মোহামেডান
ফতুল্লা, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট টি-২০ লিগে ‘সি’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৩০ রানে হারালো মোহামেডান স্পোটিং ক্লাব। ফলে ২ খেলায় ২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয় মোহামেডান। তবে সেমিফাইনালে উঠতে পারেনি তারা। কারন সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই সেমিতে নাম লেখায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। দু’টি ম্যাচ হেরে এবারের টুর্নামেন্টের গ্রুপ থেকে বিদায় নিলো রূপগঞ্জ।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় মোহামেডান। নাদিফ চৌধুরির ৩৪ বলে অপরাজিত ৪১, আলাউদ্দিন বাবুর ২৩ বলে ৩০ ও অভিষেক মিত্র’র ১৩ বলে ২২ রানের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় মোহামেডান। রূপগঞ্জের মোহাম্মদ শহীদ ২টি উইকেট নেন।
জবাবে মোহামেডানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ২০ ওভারে ৮ উইকেটে ১১৩ রানে বেশি করতে পারেনি রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক নাইম ইসলাম। এছাড়া আজমির আহমেদ ১৮ ও শাহরিয়ার নাফীস ১৫ রান করেন। মোহামেডানের সাকলাইন সজীব-নিহাদুজ্জামান-শাহাদাত হোসেন ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মোহামেডানের বাবু।
বাসস/এএসজি/এএমটি/১৮১৫/স্বব