বাসস ক্রীড়া-১৩ : লর্ডসের অনার্স বোর্ডে জায়গা পাচ্ছে মহিলাদের অর্জন

153

বাসস ক্রীড়া-১৩
লর্ডস-মহিলা
লর্ডসের অনার্স বোর্ডে জায়গা পাচ্ছে মহিলাদের অর্জন
লন্ডন, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসের অনার্স বোর্ডে এবার জায়গা পাচ্ছে মহিলা ক্রিকেটারদের অর্জনও। ১৩৫ বছরের পুরনো মেরিলেবোর্ন ক্রিকেট ক্লাব(এমসিসি) কর্তৃপক্ষ মহিলা ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি এবং ৫ উইকেট শিকারের অর্জনগুলো নিজস্ব মাঠ লর্ডসের অনার্স বোর্ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এতদিন তেবলমাত্র টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি এবং পাঁচ উইকেট শিকারের অর্জনগুলো লর্ডসের অনার্স বোর্ডে খেলা হতো। তবে ২০১৯ মৌসুমের আগে নতুন এ সিদ্ধান্ত নিল এমসিসি।
বাসস/১৮১৫/স্বব