বাসস বিদেশ-১০ : কায়রোয় রেলস্টেশনে ট্রেন দুর্ঘনায় নিহত ২০

121

বাসস বিদেশ-১০
মিশর-অগ্নিদুর্ঘটনা
কায়রোয় রেলস্টেশনে ট্রেন দুর্ঘনায় নিহত ২০
কায়রো, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : মিশরের রাজধানী কায়রোর প্রধান রেলওয়ে স্টেশনে বুধবার একটি ট্রেন দুর্ঘটনাজনিত অগ্নিকান্ডে অন্তত ২০ জন নিহত হয়েছে। মিশরীয় নিরাপত্তা ও মেডিকেল সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।
রামসেস স্টেশনের ওই অগ্নিদুর্ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছে বলে সূত্রে জানানো হয়েছে। মিশরের রাষ্ট্রীয় টিভি হতাহতের সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রে বলা হয়, ট্রেনটি একটি স্টীলের খুটির সঙ্গে ধাক্কার পর অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
বাসস/অনু-এএএ/১৮০৫/কেএমকে