বাসস ক্রীড়া-১১ : ‘পিএসএল খেললে আইপিএল খেলা যাবে না’

152

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-আইপিএল-পিএসএল
‘পিএসএল খেললে আইপিএল খেলা যাবে না’
নয়া দিল্লি, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ‘পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেললে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা যাবে না’- এমন নিয়ম করার চিন্তা ভাবনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে ভারতীয় বোর্ডের কমিটি অব অ্যাডমিনিসট্রেশনের (সিওএ) চারজন প্রতিনিধি এ বিষয় নিয়ে আলোচনায় বসেছেন। এখনও কোন চূড়ান্ত সিদ্বান্ত জানাননি তারা। তবে সূত্র বলছে, এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বোর্ড।
ভারতীয় সীমান্ত পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তানের সম্পর্ক। ইতোমধ্যে পাকিস্তানের বিপক্ষে বেশ কয়েকটি পদক্ষেপও নিয়েছে ভারত। সেইসব পদক্ষেপের মধ্যে রয়েছে ক্রিকেটীয় বিষয়ও। পিএসএল খেলা সম্প্রচার বন্ধ করে দিয়েছে ভারত। আগামী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের সাথে খেলা না খেলা নিয়ে চলছে আলোচনা । এবার আইপিএলকে আলোচনায় নিয়ে এসেছে ভারত। আর সেটি হলো, পিএসএলে যারা খেলবে তারা আইপিএলে খেলতে পারবেন না।
আইপিএলে দীর্ঘদিন ধরে খেলার সুযোগ পাচ্ছে না পাকিস্তানের খেলোয়াড়রা। তাই পাকিস্তানের খেলোয়াড়দের এসব নিয়ে চিন্তার কোন কারন নেই। তবে বিদেশী খেলোয়াড়রা ঝামেলায় পড়তে পারেন। এবি ডি ভিলিয়ার্স, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো-সুনীল নারাইনদের মত তারকা খেলোয়াড়রা এবারের পিএসএলে খেলছেন। যদি আইপিএল নিয়ে কোন চূড়ান্ত সিদ্বান্ত নিয়ে নেয় বোর্ড, তবে বড় ধরনের চিন্তায় পড়ে যাবেন টি-২০ লিগের বড়বড় তারকারা। তখন নিজেদের নিয়েই নিজেদের বসতে হবে এবং নিজেদেরকেই প্রশ্ন করতে হবে ডি ভিলিয়ার্স-রাসেলদের। আইপিল নাকি পিএসএল-সিদ্ধান্ত নিতে হবে অনেক তারকা ক্রিকেটারদের।
বাসস/এএমটি/১৮০০/স্বব