বাজিস-৭ : কুষ্টিয়ায় এসএমই পণ্যমেলা শুরু

135

বাজিস-৭
কুষ্টিয়া-পণ্যমেলা
কুষ্টিয়ায় এসএমই পণ্যমেলা শুরু
কুষ্টিয়া, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জেলায় সপ্তাহব্যাপী এসএমই পণ্যমেলা শুরু হয়েছে। বুধবার দুপুরে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে কালরক্টরেট চত্বরে এ এসএমই পণ্যমেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকবর রহমান। জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি হাজী রবিউল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার কেএম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান। স্বাগত বক্তব্য রাখেন বিসিক কুষ্টিয়ার ডিজিএম রবিউল ইসলাম। এর আগে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে মেলায় এসে শেষ হয়। মেলায় স্থান পেয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের ৮৭টি স্টল। মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্যের পাশাপাশি কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার কিছু উদ্যোক্তা পন্যের পসরা সাজিয়ে বসেছেন।
৭ দিনের মেলায় পণ্যবিষয়ক সেমিনার বিনোদনমূলক সাংস্কৃতিক পরিবেশনের পাশাপাশি শ্রেষ্ঠ স্টল এবং শ্রেষ্ঠ উদ্যোক্তাকে পুরস্কৃত করা হবে।
বাসস/সংবাদদাতা/মমআ/১৫৫৫/-নূসী