বাসস ক্রীড়া-৪ : জাতীয় দলকে ‘না’ বললেন ওলিভিয়ের

166

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-অলিভার
জাতীয় দলকে ‘না’ বললেন ওলিভিয়ের
ডারবান, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : কাউন্টি ক্রিকেটে খেলতে জাতীয় দলকে ‘না’ বললেন দক্ষিণ আফ্রিকার সেনসেশন পেসার ডুয়াইন ওলিভিয়ের। ইংল্যান্ডের কাউন্টি দল ইর্য়কশায়ারের সাথে তিন বছরের জন্য চুক্তি করেছেন তিনি। এই সময়ে দক্ষিণ আফ্রিকার হয়ে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবেন না ২৬ বছর বয়সী ওলিভার।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার হয়ে পাঁচটি টেস্ট খেলেছে ওলিভিয়ের। পাকিস্তান-শ্রীলংকার বিপক্ষে পাঁচ টেস্টে ৩১ উইকেট শিকার করেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে ১৪ দশমিক ৭০ গড়ে ২৪ উইকেট নিয়ে সিরিজ সেরা হন ওলিভিয়ের।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহি থাবাঙ্গ মোরেই বলেন, ‘জাতীয় দলের সাথে দুই বছরের চুক্তিতে রাজি হননি ওলিভার। তাকে সবধরনের সুযোগ দেয়ার পরও, তার এমন সিদ্বান্তে আমরা হতাশ। সম্প্রতি টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করার কারনে তার সাথে দুই বছরের চুক্তির সিদ্বান্ত নেয় বোর্ড। আর্থিক নিশ্চয়তাসহ আরও সুবিধা দিয়ে ২০২০/২১ মৌসুম পর্যন্ত চুক্তির করতে চেয়েছিলাম। কিন্তু তাতে সে সাড়া দেননি।’
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইর্য়কশায়ারের খেলোয়াড় হিসেবে নিজের প্রোফাইল আপডেট করেছেন ওলিভিয়ের। তিনি জানান, ‘এটি খুবই কঠিন সিদ্বান্ত ছিলো। কিন্তু কাউন্টি দলের সাথে চুক্তিবদ্ধ হওয়াটা আমরা ও পরিবারের জন্য সেরা সিদ্বান্ত ছিলো। দেশের হয়ে আবারো খেলার কোন গ্যারান্টি আামার নেই। দিনের শেষে আমাকে নিজের কাছে সত্য হতে হবে এবং ইর্য়কশায়ারে নিজের সামর্থ্যের প্রমান দিতে হবে। সবকিছু চিন্তা করেই সিদ্বান্ত নিয়েছি।’
দেশের হয়ে ১০ টেস্টে ৪৮ ও ২ ওয়ানডেতে ৩ উইকেট নিয়েছেন ওলিভার।
বাসস/এএমটি/১৫৪৫/স্বব