বাসস ক্রীড়া-২ : প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের এটাই লিভারপুলের শেষ সুযোগ নয় : ক্লপ

124

বাসস ক্রীড়া-২
ফুটবল-ক্লপ
প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের এটাই লিভারপুলের শেষ সুযোগ নয় : ক্লপ
লন্ডন, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : সমালোচকদের বিরোধীতা করে লিভারপুল বস জার্গেন ক্লপ বলেছেন, ক্লাবের জন্য প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের এটাই শেষ সুযোগ নয়।
এবারের মৌসুমে দারুন অপ্রতিরোধ্য লিভারপুল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির থেকে এক পয়েন্ট এগিয়ে থেকে টেবিলের শীর্ষে অবস্থান করছে। যদিও শেষ চারটি ম্যাচে তারা তিনটিতেই ড্র করে পয়েন্ট হারিয়েছে। ১৯৯০ সালের পর থেকে লিগ শিরোপা জিততে পারেনি অল রেডসরা। আর তাই শিরোপা খরা কাটানোর এই সুযোগ কাজে লাগাতে গিয়ে দারুন চাপে রয়েছে ক্লপ শিষ্যরা। তবে ক্লপ মনে করেন শিরোপা জয়ের বিষয়টি মোটেই সহজ নয়। স্থানীয় গণমাধ্যমে তিনি বলেছেন, ‘এটাই আমাদের সামনে শেষ সুযোগ নয়। এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এটা আমাদের প্রথম সুযোগ, এখানে পার্থক্যটা বিশাল। প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের জন্য এটাই কি আমাদের সামনে একমাত্র সুযোগ, আমি মনে করিনা। তবে এই সুযোগটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটাই গুরুত্বপূর্ণ। কখনো কখনো শিরোপা জয়ে ভাগ্যেরও প্রয়োজন হয়।’
এবারের মৌসুমে রক্ষণভাগের উন্নতি মাঠেও প্রমান করেছে লিভাপুর। তবে আক্রমনভাগের ব্যর্থতায় কয়েকটি ম্যাচে সাফল্য আসেনি। সব ধরনের প্রতিযেগিতায় লিভারপুল গত পাঁচ ম্যাচে মাত্র পাঁচটি গোল করেছে। এর মধ্যে রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোলশুন্য ড্রয়ের ম্যাচটিও ছিল। এক্ষেত্রে ক্লপ তার সমালোচকদের জবাব দিয়ে বলতে চেয়েছেন এই পর্যায়ে আসতে গিয়ে প্রতিনিয়ত তাদের কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে। ক্লপ বলেন, ‘যখন আমরা ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করি তখন আমাকে ব্যাখ্যা দিতে হয় কেন আমরা আরো বেশী গোল করতে পারলাম না। যখন আমরা ড্র করি তখন জবাব দিতে হয় কেন আমরা ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করলাম না। অবশ্যই আমাদের আগে আরো অনেক দলই চ্যাম্পিয়ন হবার জন্য চেষ্টা করেছে। কিন্তু সবাই তো আর সফল হয়নি।’
বাসস/নীহা/১৫৪০/স্বব