বাসস দেশ-২৩ : বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

364

বাসস দেশ-২৩
বাগেরহাট-বিজয়ী
বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
খুলনা, ৪ জুন, ২০১৮ (বাসস) : বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
খুলনার সদ্য নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে আজ বিকেলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুসারে আগামী ২৬ জুন আসনটি উপ-নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল। এর আগে এই আসনে তালুকদার আবদুল খালেক সংসদ সদস্য ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি এই আসন থেকে স্পিকারের কাছে পদত্যাগ করেন। ফলে ১০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়।
এই শূন্য আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয় তালুকদার আবদুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে। চলচ্চিত্র নায়ক শাকিল খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত রিটার্নিং কর্মকার্তার কাছে তা জমা দেননি।
বাসস/জেডএইচ/এমএসএইচ/১৮১০/কেজিএ