ভারত ও পাকিস্তানকে ‘সংযত থাকার’ আহ্বান যুক্তরাষ্ট্রের

364

ওয়াশিংটন, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পোম্পেও ‘সংযত থাকতে’ মঙ্গলবার ভারত ও পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন। পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ দু’টির মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে তিনি এ আহ্বান জানালেন। খবর এএফপি’র।
এদিকে পোম্পেও জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার পর পোম্পেও এক বিবৃতিতে বলেন, ‘আমরা ভারত ও পাকিস্তানকে সংযত থাকতে এবং যে কোন মূল্যে উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি।’
পোম্পেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেইশির সঙ্গে আলাপকালে সামরিক পদক্ষেপের দিকে না যেয়ে চলমান উত্তেজনা প্রশমনের ওপর জোর দেন।
তিনি পাকিস্তানের মাটিতে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।