বাসস দেশ-২৪ : কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনে কৃষিবিদদের ভূমিকা অনন্যসাধারণ : শিক্ষামন্ত্রী

170

বাসস দেশ-২৪
শিক্ষামন্ত্রী-কৃষিবিদ-ভূমিকা
কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনে কৃষিবিদদের ভূমিকা অনন্যসাধারণ : শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বাংলাদেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনে কৃষিবিদদের অনন্যসাধারণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, ‘এখন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এজন্য কৃষিবিদদের অবদান প্রশংসাযোগ্য। ভবিষ্যতের কৃষিবিদদের এ ধারা অব্যাহত রাখতে হবে।’
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে কামাল মমতাজ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার অধ্যাপক ড. মো আনোয়ারুল হক বেগ, বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. আব্দুল করিম প্রমুখ বক্তব্য দেন।
স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক নিলুফার আহমেদ করিম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেন, বাংলাদেশে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এজন্য কৃষিবিদ ও গবেষকদের ভূমিকা অনন্যসাধারণ। একসময় সাড়ে সাতকোটি মানুষের প্রয়োজনের শতকরা ৬০ ভাগ খাদ্য উৎপাদন সম্ভব হতো। এখন বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
বাসস/সবি/এমএএস/১৯১৫/এএএ