বাসস বিদেশ-৮ : ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগে নেতানিয়াহু’র স্বস্তি

117

বাসস বিদেশ-৮
ইরান-রাজনীতি-কূটনীতি-ইসরাইল
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগে নেতানিয়াহু’র স্বস্তি
জেরুজালেম, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার ইরানী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাবেদ জারিফের আকস্মিক পদত্যাগ ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন। নেতানিয়াহু বলেন, ‘জারিফ বিদায় নিয়েছে-এতে স্বস্তি মিলেছে।’
নেতানিয়াহু ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এই লোকটাই বৃহৎ শক্তিবর্গের সাথে ইরানের ২০১৫ সালের মাইলফলক পারমাণবিক চুক্তির প্রধান অনুঘটক ছিলেন, যে চুক্তির তীব্র বিরোধিতা করেছিলেন তিনি তখন।
নেতানিয়াহু টুইটারের জানিয়েছেন,‘ আমি যতক্ষণ আছি ততক্ষণ ইরান কোনো পারমানবিক লাভ করতে পারবে না।
বাসস/অনু-জেজেড/১৮১০/জেজেড/কেএমকে