বাসস ক্রীড়া-১০ : নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলার সাকিব; তবে শীর্ষে ভেট্টোরি

118

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-সিরিজ
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলার সাকিব; তবে শীর্ষে ভেট্টোরি
হ্যামিল্টন, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় টেস্ট সিরিজে বাংলাদেশের সেরা বোলার সাকিব আল হাসান। ৮ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন তিনি। তবে এ দুই দলের মধ্যকার সিরিজে সেরা বোলার সাবেক দলপতি ড্যানিয়েল ভেট্টোরি। তার শিকারে রয়েছে ৫১টি উইকেট। দু’দলের লড়াইয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ভেট্টোরি।
সাকিবের পর এই তালিকায় শীর্ষ পাঁচে নেই কোন বাংলাদেশি বোলারা। সাকিবের পর বাংলাদেশের পক্ষে মাশরাফি বিন মর্তুজা ১৪টি, আব্দুর রাজ্জাক ১০ ও মোহাম্মদ রফিক ৯টি উইকেট শিকার করেছেন। কিন্তু এদের কেউই এখন আর টেস্ট খেলছেন না।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার :
খেলোয়াড় ম্যাচ রান উইকেট
ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড) ৯ ৮১৯ ৫১
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৮ ৭৫২ ২৬
ক্রিস মার্টিন (নিউজিল্যান্ড) ৪ ৪২৮ ১৯
নিল ওয়াগনার (নিউজিল্যান্ড) ৩ ৩৯২ ১৭
ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড) ৪ ৪৯৯ ১৫
বাসস/এএমটি/১৬৩০/স্বব