বাসস ক্রীড়া-৯ : নিউজিল্যান্ডের বিপক্ষে রান সংগ্রহে শীর্ষে সাকিব-তামিম

122

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-সিরিজ
নিউজিল্যান্ডের বিপক্ষে রান সংগ্রহে শীর্ষে সাকিব-তামিম
হ্যামিল্টন, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় টেস্ট সিরিজে রান সংগ্রহের দিক দিয়ে শীর্ষে থাকা দু’জনই বাংলাদেশের। এরা হলেন- সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ইনজুরির কারনে ওয়ানডে সিরিজে খেলতে না পারা সাকিব হ্যামিল্টন টেস্টেও খেলতে পারছেন না। পুরো সিরিজে খেলবেন কি-না, তা এখনো নিশ্চিত নয়। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ ম্যাচে ৭৬৩ রান করেছেন তিনি। যা দু’দলের সিরিজে সর্বোচ্চ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান তামিমের। ৯ ম্যাচে ৬৩০ রান করেছেন তিনি।
দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয়স্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ৯ ম্যাচে ৫৫৮ রান রয়েছে তার। এরপরই আছেন বাংলাদেশের মোমিনুল হক। ৩ ম্যাচে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে তার রান ৪৬৩।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৮ ১৫ ৭৬৩
তামিম ইকবাল (বাংলাদেশ) ৯ ১৬ ৬৩০
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ৯ ১২ ৫৫৮
মোমিনুল হক (বাংলাদেশ) ৩ ৬ ৪৬৩
রস টেইলর (নিউজিল্যান্ড) ৭ ১১ ৪৪৩
বাসস/এএমটি/১৬২৫/স্বব