ভেনিজুয়েলায় আটকের পর মুক্তি পেল ইউনিভিশনের সাংবাদিকরা

241

ওয়াশিংটন, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক ইউনিভিশনের সাংবাদিক ও ক্রুদের আটকের পর সোমবার তাদের ছেড়ে দেয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি সাক্ষাতকার নেয়ার সময় স্প্যানিশ ভাষার টিভি চ্যানেলটির ক্রুদের আটক করা হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউনিভিশন জানায়, সাক্ষাতকার দেয়ার সময় মাদুরোকে করা প্রশ্ন তিনি অপছন্দ করেন। এ সময় মাদুরো রেকর্ডিং বন্ধ, সাংবাদিকদের সরঞ্জামাদি জব্দ ও ছয় সাংবাদিককে আটক করেন।
টিভি নেটওয়ার্কটি আরো জানায়, ‘নিকোলাস মাদুরোর নির্দেশে মিরাফ্লোরেস প্যালেসে জর্জ রামোসের নেতৃত্বাধীন ইউনিভিশন নোটিসিয়াস সাংবাদিকদের ছয় সদস্যের দলটিকে আটক করা হয়। প্রায় তিন ঘন্টা পর তাদের ছেড়ে দেয়া হয়।’
রামোস ইউনিভিশনকে জানান, দলের সকল সদস্য হোটেলে ফিরে এসেছেন।
সাক্ষাতকারটির অনুমোদন ছিল না বলে যোগাযোগমন্ত্রী জর্জ রড্রিগুয়েজ সাংবাদিকদের জানান।
রামোস বলেন, ‘তারা আমাদের সকল সরঞ্জামাদি আটক করেছে।’