বাসস দেশ-১৮ : চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়লো

228

বাসস দেশ-১৮
আদালত-আদেশ
চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়লো
ঢাকা, ৪ জুন, ২০১৮ (বাসস): জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ২৮ জুন পর্যন্ত বাড়িয়েছে আদালত। একইসঙ্গে মামলার যুক্তিতর্ক শুনানির জন্য ওই দিন তারিখ ধার্য করা হয়েছে।
খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে জামিনের মেয়াদ ২৮ জুন পর্যন্ত বাডিয়ে আদেশ দেয় ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান।
চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মোট আসামি চারজন। খালেদা জিয়া ছাড়াও অভিযুক্ত অপর তিন আসামি হলেন- খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
এ মামলায় সাক্ষ্য দিয়েছেন মোট ৩২ জন সাক্ষী। ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করা হয়।
জিয়া অরফানেজ ট্রাষ্ট্র মামলায় পাঁচ বছরের দন্ডপ্রাপ্ত খালেদা জিয়া কারাগারে রয়েছেন। রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে দন্ড ভোগ করছেন তিনি।
বাসস/এএসজি/ডিএ/১৭১০/জেহক