বাসস বিদেশ-৩ : ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের ‘খবর’ পেয়েছে যুক্তরাষ্ট্র : পম্পেও

372

বাসস বিদেশ-৩
ইরান-রাজনীতি-কূটনীতি
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের ‘খবর’ পেয়েছে যুক্তরাষ্ট্র : পম্পেও
ওয়াশিংটন, ২৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক) : মার্কিন শীর্ষ কূটনীতিক মাইক পম্পেও সোমবার বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ হচ্ছেন দুর্নীতিবাজ ধর্মীয় মাফিয়াদের অন্যতম। জারিফের আকস্মিক পদত্যাগের পর তিনি তাকে উদ্দেশ্য করে একথা বলেন। খবর এএফপি’র।
টুইটারে দেয়া এক বার্তায় পম্পেও বলেন, ‘আমাদের কাছে জাভেদ জারিফের পদত্যাগের খবর রয়েছে। আমরা দেখবো এটা ঠিক থাকে কিনা।’
ইরানের প্রেসিডেন্টের নাম উল্লেখ করে পম্পেও লিখেছেন, ‘নতুবা, তিনি ও হাসান রুহানি উভয়ই হচ্ছে দুর্নীতিবাজ ধর্মীয় মাফিয়া চক্রের একেবারে প্রধান হোতা।’
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জানি খামেনি ইরানের সকল চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। দেশটির ব্যাপারে আমাদের নীতির কোন পরিবর্তন হয়নি। ইরানের শাসককে অবশ্যই একটি স্বাভাবিক দেশের মতো আচরণ করতে এবং দেশের জনগণকে সম্মান জানাতে হবে।’
৫৯ বছর বয়সী জারিফ ইনস্টাগ্রামে তার পদত্যাগের ঘোষণা দেন। তবে এটি রুহানি গ্রহণ করলেই কেবলমাত্র তা কার্যকর হবে।
উল্লেখ্য, জারিফ ২০১৩ সালের আগস্ট থেকে রুহানির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
বাসস/এমএজেড/১১৪৪/এমএবি