বাসস সংসদ-৬ : বিমান ছিনতাই চেষ্টার কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে : মাহবুব আলী

283

বাসস সংসদ-৬
বিমান-তদন্ত-কমিটি
বিমান ছিনতাই চেষ্টার কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে : মাহবুব আলী
সংসদ ভবন, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী উড়োজাহাজ ময়ূরপঙ্খী (বিজি-১৪৭ ফ্লাইট) ছিনতাই চেষ্টার ঘটনার কারণ উদঘাটনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আজ সংসদে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে এ কথা বলেন।
তিনি বলেন, রোববার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমানের বিজি-১৪৭ ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা চালান এক যুবক। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমানটি ৫টা ৪০ মিনিটে জরুরি অবতরণের পর কমান্ডো অভিযান চালিয়ে জিম্মি দশা থেকে বিমানটি মুক্ত করা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই ঘটনার কারণ উদঘাটনে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে প্রতিমন্ত্রী জানান।
পরে পয়েন্ট অব অর্ডারে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী ও জাসদের মইনউদ্দীন খান বাদল একই বিষয়ের ওপর বক্তব্য দেন।
বাসস/এমএসএইচ/১৯৪৫/-কেএমকে