বাসস প্রধানমন্ত্রী-১ : ট্যারিফ কমিশন আইনের খসড়া পর্যালোচনায় কমিটি

285

বাসস প্রধানমন্ত্রী-১
শেখ হাসিনা-মন্ত্রিসভা
ট্যারিফ কমিশন আইনের খসড়া পর্যালোচনায় কমিটি
ঢাকা, ৪ জুন, ২০১৮ (বাসস) : ট্যারিফ কমিশন (সংশোধন) আইন-২০১৮’র প্রস্তাবিত খসড়া আরো পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছে মন্ত্রি পরিষদ।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজ তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এই খসড়া মন্ত্রিসভায় পেশ করে।
বৈঠকে খসড়াটি নিয়ে আলোচনার পর তা আরো পর্যালোচনার জন্য ফেরত পাঠানো হয়।
প্রধাপনমন্ত্রীর মূখ্য সচিব মোঃ নজিবুর রহমানের নেতৃত্বে কমিটির অপর সদস্যরা হচ্ছেন- অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং ট্যারিফ কমিশনের চেয়ারম্যান।
বাসস/একেএইচ/এমএসআই/১৬২৫/আহো/-আসচৌ