বাসস দেশ-২৩ : শিক্ষায় বিনিয়োগ মুনাফা লাভের জন্য নয় : প্রফেসর মান্নান

175

বাসস দেশ-২৩
ইউজিসি-সভা
শিক্ষায় বিনিয়োগ মুনাফা লাভের জন্য নয় : প্রফেসর মান্নান
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, ‘শিক্ষায় বিনিয়োগ মুনাফা লাভের জন্য নয়। মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ইউজিসি।’
আজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
‘বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারের আইন-কানুন যথাযথভাবে পালন করে যাচ্ছে এ কথা উল্লেখ করে তিনি বলেন,কিছু বিশ্ববিদ্যালয়ে বছরে একটিও সিন্ডিকেট,অর্থ কমিটি এবং বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত হয় না। এটি সম্পূর্ণরূপে আইনের লঙ্ঘন। প্রতি দু’মাসে একটি করে সিন্ডিকেট মিটিং হওয়া প্রয়োজন।
প্রফেসর মান্নান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে র‌্যাংকিং সিস্টেম চালু, তদারকি বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের সাথে সুসম্পর্ক গড়ে তোলা, ইউজিসি মনোনীত সিন্ডিকেট সদস্যের সংখ্যা বৃদ্ধি, শিক্ষার্থী ভর্তিতে মানদ- নির্ধারণ, ¯œাতক পর্যায়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকা থেকে ভর্তিসহ বিভিন্ন সুপারিশ প্রদান করে।
ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা ও প্রফেসর ড. দিল আফরোজা বেগম।
সভায় ৪০টির বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অংশগ্রহণ করেন।
বাসস/সবি/এসএস/১৯০১/-জেজেড