বাসস দেশ-২২ : অগ্নিদুর্ঘটনায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক দিবস পালন

165

বাসস দেশ-২২
চকবাজার- শোক
অগ্নিদুর্ঘটনায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক দিবস পালন
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্মরণে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আজ সোমবার রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হয়েছে।
রাষ্ট্রীয় শোক উপলক্ষে দেশের সব সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ১ নম্বর ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিরা বুকে কালো ব্যাজ ধারণ করেন।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানেও শোক পালন করা হয়েছে।
গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এতে ৬৭ জন নিহত হন। আহত হন অর্ধশতাধিক। আহতদের মধ্যে ৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
বাসস/বিকেডি/১৯০০/এএএ