বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনা নারীর উন্নয়নে কাজ করছেন : চুমকি

185

গাজীপুর, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর উন্নয়নে কাজ করছেন। সংবিধানে তাদের অধিকার সংরক্ষণ রেখেছেন।
আজ গাজীপুরের কালীগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন জয়িতা। জীবন সংগ্রামে লড়াই করে টিকে আছেন এবং নারী উন্নয়নে কাজ করে তাদের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখছেন।
চুমকি এর আগে পুরান চকবাজার চুড়িহাট্টার অগ্নিকান্ডের ঘটনায় এক মিনিট নীরবতা পালন ও গভীর শোক প্রকাশ করেন।
নারী উদ্যোক্তাদের নিয়ে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের সহযোগিতায় এ কর্মশালায় সভাপতিত্বে করেন ইউএনও মো. শিবলী সাদিক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহিলা অধিদফতরের যুগ্ম সচিব মো. আতাউর রহমান, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ, জয়িতা কালীগঞ্জ কর্মসূচির পরিচালক সুলতানা রাজিয়া, গাজীপুর জেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার প্রমুখ।