বাসস ক্রীড়া-৯ : বার্সেলোনার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি শুরু

122

বাসস ক্রীড়া-৯
ফুটবল-স্পেন-বার্সেলোনা-শুনানি
বার্সেলোনার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি শুরু
মাদ্রিদ, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস/এএফপি) : বার্সেলোনার সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের বিরুদ্ধে ‘মানি লন্ডারিং’ মামলার শুনানি আনুষ্টানিকভাবে শুরু হয়েছে। আজ তিনি শুনানির জন্য আদালতে হাজির হয়েছিলেন বলে স্পেনের ন্যাশনাল কোর্ট জানিয়েছে।
‘মোটা অংকের মানি লন্ডারিং’ মামলায় তিনি এবং তার স্ত্রীসহ আরো চারজনকে অভিযুক্ত করা হয়েছে। ব্রাজিলের সঙ্গে টেলিভিশন স্বত্ব ও স্পন্সরশীপ চুক্তির মোড়কে ২০০৬ সালে অন্তত ১৯.৯ মিলিয়ন ইউরো সরিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।
শুনানীতে মাদ্রিদ ভিত্তিক ন্যাশনাল কোর্টের প্রসিকিউটররা বার্সার এই সাবেক বসকে ১১ বছরের জেল ও ৫৯ মিলিয়ন ইউরো জরিমানা করার আবেদন জানান। ব্রাজিলের ফুটবল কনফেডারেশনের সাবেক প্রধান রিকার্ডো টেক্সেরিয়ার সহায়তায় অবৈধভাবে অর্থ সরানোর জন্য রোসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
এই অভিযোগে অবশ্য ২০১৭ সালের মে মাস থেকে শুনানী পুর্ব কাস্টডিতে রয়েছেন রোসেল। যিনি অতীতে ব্রাজিলে বসবাস এবং কাজ করতেন। সেখানে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে তার ব্যাপক যোগাযোগ রয়েছে।
বাসস/এএফপি/এমএইচসি/১৮১৫/স্বব