বাসস দেশ-১৬ : বিশ্ব পরিবেশ দিবস আগামীকাল

215

বাসস দেশ-১৬
পরিবেশ-দিবস
বিশ্ব পরিবেশ দিবস আগামীকাল
ঢাকা, ৪ জুন, ২০১৮ (বাসস) : বিশ্ব পরিবেশ দিবস আগামীকাল। পরিবেশ দূষণের হাত থেকে এ ধরীত্রিকে বাঁচানোর অঙ্গীকার নিয়ে প্রতিবছর ৫ জুন দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্লাস্টিক পুনঃব্যবহার করি, না পারলে বর্জন করি’।
১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতিবছর বিশ্বের ১০০ টিরও বেশি দেশে ৫ জুন ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালন করা হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করবে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
এ উপলক্ষে আইইউসিএন আগামীকাল বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করেছে। এই বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
এদিকে আগামীকাল বেলা ১১টায় পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)-র উদ্যোগে কলাবাগানন্থ নিজস্ব কার্যালয়ে ‘প্লাস্টিক দূষণ ঃ পরিবেশের জন্য হুমকি ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
বাসস/বিকেডি/১৬৩৫/কেজিএ