বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বড় সুখবর পেল নিউজিল্যান্ড

196

দুবাই, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে বড় সুখবর পেল নিউজিল্যান্ড ক্রিকেট দল। আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ দ্বিতীয় স্থানে উঠে এসেছে কিউইরা। এই প্রথমবারের মত টেস্ট র‌্যাংকিং-এ দ্বিতীয় স্থানে উঠলো নিউজিল্যান্ড।
নিজেদের পারফরমেন্স দিয়ে নয়, তাদের এ উন্নতির পিছনে অনুঘটক হিসেবে কাজ করেছে শ্রীলংকা। সদ্যই দুই ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে লংকানরা। ফলে টেস্ট র‌্যাংকিং তৃতীয়স্থানে নেমে যায় প্রোটিয়ারা।
শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ১১০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে ছিলো দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের ছিলো ১০৭। তাদের অবস্থান ছিলো তৃতীয়স্থানে। শ্রীলংকার কাছে সিরিজ হেরে যাওয়ায় ৫ রেটিং হারিয়েছে প্রোটিয়ারা। ফলে তাদের রেটিং এখন ১০৫। তাই ১০৭ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে উঠে গেল নিউজিল্যান্ড। নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম টেস্ট র‌্যাংকিং-এ দ্বিতীয়স্থানে উঠলো কিউইরা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের আগে এমন খবর উৎসাহিত করবে নিউজিল্যান্ডকে। টাইগারদের বিপক্ষে সিরিজ জিতলে দ্বিতীয়স্থান ধরে রাখবে কিউইরা।
আইসিসি টেস্ট র‌্যাংকিং :
র‌্যাংকিং দল রেটিং
১ ভারত ১১৬
২ নিউজিল্যান্ড ১০৭
৩ দক্ষিণ আফ্রিকা ১০৫
৪ অস্ট্রেলিয়া ১০৪
৫ ইংল্যান্ড ১০৪
৬ শ্রীলংকা ৯৩
৭ পাকিস্তান ৮৮
৮ ওয়েস্ট ইন্ডিজ ৭৭
৯ বাংলাদেশ ৬৯
১০ জিম্বাবুয়ে ১৩