বাসস ক্রীড়া-৪ : বিশ্বের সপ্তম ও প্রথম স্পিন বোলার হিসেবে রশিদের হ্যাট্টিক

139

বাসস ক্রীড়া-৪
ক্রিকেট-টি-২০
বিশ্বের সপ্তম ও প্রথম স্পিন বোলার হিসেবে রশিদের হ্যাট্টিক
দেরাদুন, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বিশ্বের সপ্তম ও প্রথম স্পিন বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে হ্যাট্টিক করলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। গতরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে হ্যাট্টিক করেন তিনি।
আয়ারল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারে প্রথম তিন বলে তিন উইকেট তুলে নিয়ে নিজের টি-২০ ক্যারিয়ারে প্রথম হ্যাট্টিকের স্বাদ নেন রশিদ। তার শিকার হয়েছিলেন জিওর্জি ডকরেল, শেন গেটকাটে ও সিমি সিং।
রশিদের আগে টি-২০ ইতিহাসে হ্যাট্টিক করেছিলেন অস্ট্রেলিয়ার ব্রেট লি, নিউজিল্যান্ডের জ্যাকব ওরাম-টিম সাউদি, শ্রীলংকার থিসারা পেরেরা-লাসিথ মালিঙ্গা ও পাকিস্তানের ফাহিম আশরাফ। এই ছয় জনের সবাই পেসার। সেখানে প্রথম ও একমাত্র স্পিনার হিসেবে নাম তুললেন রশিদ। রশিদের হ্যাট্টিকের ম্যাচে ৩২ রানে জিতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে আফগানিস্তান।
টি-২০ ক্রিকেটের হ্যাট্টিক :
বোলার বিপক্ষ ভেন্যু সাল
ব্রেট লি (অস্ট্রেলিয়া) বাংলাদেশ কেপটাউন ২০০৭/০৮
জ্যাকব ওরাম (নিউজিল্যান্ড) শ্রীলংকা কলম্বো ২০০৯
টিম সাউদি (নিউজিল্যান্ড) পাকিস্তান অকল্যান্ড ২০১০/১১
থিসারা পেরেরা (শ্রীলংকা) ভারত রাঁিচ ২০১৫/১৬
লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা) বাংলাদেশ কলম্বো ২০১৬/১৭
ফাহিম আশরাফ (পাকিস্তান) শ্রীলংকা আবু ধাবি ২০১৭/১৮
রশিদ খান (আফগানিস্তান) আয়ারল্যান্ড দেরাদুন ২০১৮/১৯
বাসস/এএমটি/১৭০০/স্বব