বাজিস-৪ : পঞ্চগড়ে আম গাছ ভরে গেছে মুকুলে

169

বাজিস-৪
পঞ্চগড়-আম বাগান
পঞ্চগড়ে আম গাছ ভরে গেছে মুকুলে
পঞ্চগড়, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জেলায় চলতি মৌসুমে আম গাছে মুকুলে ভরে গেছে। এবারের আম গাছের তাক লাগানো মুকুলের দিকে তাকালে মনে করা যেতেই পারে যে এবার চলতি মৌসুমে আমের বাম্পার ফলন হবে। আম গাছের মুকুলের ঘ্রাণে মেতে উঠেছে মৌমাছির গুঞ্জন। এবারে গাছের এত মুকুল দেখে বাগান মালিকরা খুশি। তারা আশা করছে আমের ফলনে বাগান মালিকরা লাভবান হবে। এখন পর্যন্ত প্রাকৃতিক কোন ধরনের সমস্যা মুকুলের উপর কোন খারাপ প্রভাব ফেলেনি। সামনের দিনগুলোতে যতি প্রকৃতি সহায় থাকে তাহলে আমের বাম্পার ফলনের পাশাপশি ভাল মুনাফা করতে পারবে এর সাথে সংশ্লিষ্ঠরা। আম রসালো ফল। সব বয়সের জন্য এ পুষ্ঠিকর ফল খুবই প্রিয়।
আম বাগান মালিক আক্তার মাস্টার জানান তার ৬ বিঘা জমিতে রয়েছে আম বাগান। গাছ রয়েছে ২০০টি। গতবছর সব গাছে আম ধরেনি ,তাতেও দেড় লাক্ষ টাকার আম বিক্রি করেছে। এবারে তার সব গাছে ধরেছে মুকুল, আম বিক্রি করা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে তিনি এবার ৩/৪ লাক্ষ টাকার আম বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। একই ধরনের প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন অপর আম বাগান মালিক আব্দুল মালেক। তারও রয়েছে ১২ বিঘা জমিতে লিচু ও আম বাগান। জেলা কৃষি বিভাগের জরিপসূত্রে জানা যায়, জেলায় ৩৯ শ হেক্টর জমিতে আমের বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে।
গাছের সংখ্যা ১ লাক্ষ। এর মধ্যে অর্ধেকের বেশি আম গাছের বয়স ১৫ বছরের বেশি। এছাড়াও জেলার গ্রামাঞ্চলের বসতবাড়ি এবং আশপাশে রয়েছে বিপুল সংখ্যক আম গাছ। আম চাষ লাভজনক হওয়ায় প্রতিবছরই পঞ্চগড়ে বাগানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হেক্টর প্রতি ফলন ১২শ টন ধরা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ভারপ্রাপ্ত আবু হোসেন বাসসকে জানান, এ মহুর্তে কৃষকদের আম বাগানে সুষম সার প্রয়োগের পরামর্শ দেয়া হচ্ছে, পাশাপশি কৃষি বিভাগ প্রযুক্তিগত সহযোগিতাও দিচ্ছে।
বাসস/সংবাদদাতা/কেইউ/১৪৫০/নূসী