বাসস বিদেশ-১ : যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়া বাহিনী থেকে আইএসের ২৮০ জিহাদি গ্রহণ ইরাকের

322

বাসস বিদেশ-১
সিরিয়া-আইএস-ইরাক
যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়া বাহিনী থেকে আইএসের ২৮০ জিহাদি গ্রহণ ইরাকের
বাগদাদ, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস ডেস্ক): সিরিয়ার পূর্বাঞ্চলের ইসলামিক স্টেট গ্রুপের সর্বশেষ ভূখন্ডের দখল নিতে চেষ্টা চালিয়ে যাওয়া যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনী রোববার ইরাকের ২৮০ জিহাদিকে হস্তান্তর করেছে। ইরাক কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
নিরাপত্তা বাহিনীর মিডিয়া দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) বিভিন্ন দেশের আইএসের বহু সংখ্যক যোদ্ধাকে আটক করে। এদের মধ্যে ৫শ’র বেশি ইরাকের জিহাদি রয়েছে।
এতে আরো বলা হয়, এ পর্যন্ত ইরাকের ২৮০ যোদ্ধাকে হস্তান্তর করা হয়েছে।
সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, ইরাকের নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার ইরাকি আইএসের ১৩০ সদস্যকে গ্রহণ করেছে। এটি ছিল তাদের দেশের আইএস যোদ্ধাদের হস্তান্তর করা প্রথম দল। যদিও মার্কিন সমর্থিত বাহিনীর মুখপাত্র একথা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।
বাসস/এমএজেড/১১৫০/কেজিএ