বাসস দেশ-২৭ : বিমান ছিনতাই প্রচেষ্টা ব্যর্থ

530

বাসস দেশ-২৭
বিমান-ছিনতাই
বিমান ছিনতাই প্রচেষ্টা ব্যর্থ
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ (বাসস) : রাজধানী ঢাকা থেকে দুবাইগামী একটি উড়োজাহাজের চট্টগ্রাম বিমানবন্দরে জরুরী অবতরণের মাধ্যমে ছিনতাই প্রচেষ্টা প্রতিহত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
কর্মকর্তারা জানিয়েছেন, এসময় অভিযুক্ত ছিনতাইকারীকেও নিরস্ত্র করা হয়।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমান বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘সকল যাত্রী নিরাপদে আছেন। ছিনতাইকারীকে নিরস্ত্র করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
এয়ার ভাইস মার্শাল মুফিদুর রহমান বলেন, সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম বিমানবন্দর থেকে উড্ডয়নের ১৫ মিনিট পরে উড়োজাহাজটি ফিরে আসে ও জরুরী অবতরণ করে। এসময় জরুরী নির্গমনের দরজা খুলে যায় এবং যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়।
যাত্রীদের সাথে উড়োজাহাজটির ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারও নেমে আসেন।
এর আগে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সচিব মুহিবুল হক বাসস’কে বলেন, ‘যাত্রীরা এবং দুই পাইলট উড়োজাহাজ থেকে নেমে আসেন, কিন্তু সন্দেহভাজন ও দুই ক্রু ভিতরেই অবস্থান করছিল।’
তিনি বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
সশস্ত্র পুলিশ ও ফায়ার সার্ভিসসহ র‌্যাব সদস্যরা ‘বোয়িং-৭৭৭-৮০০ ইআর’ বিমানটি ঘিরে রাখে। অন্যদিকে, সম্ভাব্য অভিযানের জন্য সামরিক কমান্ডোরা প্রস্তুতি গ্রহণ করে।
বাসস/টিএ/অনু-এমকে/২২১৪/কেএমকে