বাসস ক্রীড়া-১১ : প্রথম শ্রেনির ক্রিকেটে ফিরেই সেঞ্চুরি বেনক্রফটের

189

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-বেনক্রফট
প্রথম শ্রেনির ক্রিকেটে ফিরেই সেঞ্চুরি বেনক্রফটের
সিডনি, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : বল টেম্পারিং-এর দায়ে ৯ মাসের নিষেধাজ্ঞায় ছিলেন অস্ট্রেলিয়ার খেলোয়াড় ক্যামেরন বেনক্রফট। নিষেধাজ্ঞা কাটিয়ে গেল নভেম্বরে মাঠে ফিরেছেন তিনি। বিগ ব্যাশ টি-২০ লিগে খেলেছেন বেশক’টি ম্যাচ। পারফরমেন্সে উজ্জলও ছিলেন বেনক্রফট। টি-২০ শেষে এবার প্রথম শ্রেনির ক্রিকেটে ফিরেন তিনি।
সিডনিতে শেফিল্ড শিল্ডের এক ম্যাচে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ১৩৮ রানের নান্দনিক ইনিংস খেলেন বেনক্রফট। ফলে ২৭৯ রানের সংগ্রহ পায় বেনক্রফটের দল ওয়ের্স্টান অস্ট্রেলিয়া। এক প্রান্ত আগলে দলের ইনিংস শেষে অপরাজিত থাকেন বেনক্রফট।
গেল মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐসময়কার অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের প্রোরচনায় বল-টেম্পারিং করেন বেনক্রফট। নিজের ৯ মাসের নিষেধাজ্ঞা পেলেও, এক বছরের জন্য নিষিদ্ধ হন স্মিথ ও ওয়ার্নার।
বাসস/এএমটি/১৯২০/স্বব