বাসস দেশ-১৮ : ডিএসসিইর রিসার্চ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

175

বাসস দেশ-১৮
ডিএসসিই-প্রকাশনা
ডিএসসিইর রিসার্চ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ঢাকা স্কুল অব ইকনোমিকসের (ডিএসসিই) পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এন্ট্রিপ্রিনিউারশীপ ডেভেলপমেন্ট বিভাগের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে সম্প্রতি উদ্যোক্তা অর্থনীতির রিসার্চ মনোগ্রাফের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রিসার্চ মনোগ্রাফটি সম্পাদনা করেছেন উদ্যোক্তা অর্থনীতি বিভাগের প্রোগ্রাম কোর্ডিনেটর প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিইর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রফতানিকারক সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম এবং অস্ট্রোলিয়ার গ্রীফিথ বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন সহযোগী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে ড. খলীকুজ্জামান বলেন, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট কর্মমুখী ও সৃজনশীল শিক্ষা এবং বেকারত্ব ঘোচানোর লক্ষ্যে করা হয়েছে।
দেশে উদ্যোক্তা উন্নয়নে সৃজনশীল নানা কর্মসূচি গ্রহণ করায় ড. মাহবুব আলী সরকারকে ধন্যবাদ জানান।
বাসস/সবি/আরআই/১৯১৫/-আসচৌ