বাসস ক্রীড়া-৫ : বিশ্ব রেকর্ডের ম্যাচে আফগানিস্তানের সিরিজ জয়

146

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-টি-২০
বিশ্ব রেকর্ডের ম্যাচে আফগানিস্তানের সিরিজ জয়
দেরাদুন, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে বিশ্বরেকর্ডের পসরা সাজিয়ে বসেছিলো আফগানিস্তান। এমন বিশ্ব রেকর্ডের ম্যাচে ৮৪ রানের জয়ে আইরিশদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো আফগানরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত হওয়ার পাশাপাশি ২-০ ব্যবধানে এগিয়েও গেল আফগানিস্তান।
ওয়ানডে র‌্যাংকিং-এর অষ্টমস্থানে থেকেও আফগানিস্তান গত রাতে টি-২০ ম্যাচে বিশ্ব রেকর্ডের ঝুড়ি নিয়ে বসেছিলো আফগানিস্তান।
দেরাদুনে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ২৭৮ রান করেছে আফগানিস্তান। যা টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের বিশ্ব রেকর্ড। আগের রেকর্ডটি ছিলো অস্ট্রেলিয়ার। ২০১৬ সালে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে ৩ উইকেটে ২৬৩ রান করেছিলো অসিরা।
নিজেদের ইনিংসে উড়ন্ত সূচনা পায় আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই ও উসমান ঘানি ১৭ দশমিক ৩ ওভারে ২৩৬ রান করেন। টি-২০তে যেকোন উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রান। আগেরটি ছিলো ২২৩ রান। ২০১৮ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ২২৩ রান যোগ করেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও ডি আর্চি শর্ট।
ব্যাট হাতে ১১টি চার ও ১৬িিট ছক্কায় মাত্র ৬২ বলে অপরাজিত ১৬২ রান করেন জাজাই। এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়েছেন জাজাই। এতোদিন এই রেকর্ডই দখলে রেখেছিলেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। ২০১৩ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ১১টি চার ও ১৪টি ছক্কা মেরেছিলেন তিনি। ঐ ম্যাচে ৬৩ বলে ১৫৬ রান করেন ফিঞ্চ।
জাজাইয়ের ১৬২ রান, টি-২০তে ব্যক্তিগত রানের দিক দিয়ে দ্বিতীয় স্থানে। ২০১৮ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬টি চার ও ১০টি ছক্কায় ৭৬ বলে ১৭২ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ার ফিঞ্চ। যা এখনো টি-২০তে সর্বোচ্চ ব্যক্তিগত রান।
৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন জাজাই। দ্রুত সেঞ্চুরিতে এটি তৃতীয় স্থানে। জাজাইয়ের ওমন ইনিংসের সাথে ঘানির ৪৮ বলে ৭৩ রানে বিশাল সংগ্রহ পায় আফগানিস্তান।
আফগানদের ছুড়ে দেয়া ২৭৯ রানের টার্গেটে শুরুটা চমৎকার করেছিলো আয়ারল্যান্ডও। উদ্বোধনী জুটিতে ১১ দশমিক ৫ ওভারে ১২৬ রান বোর্ডে জমা করেন আইরিশদের দুই ওপেনার অধিনায়ক পল স্ট্রার্লিং ও কেভিন ও’ব্র্রায়ন। স্ট্রার্লিং ৫০ বলে ১২টি চার ও ২টি ছক্কায় ৯১ রানে আউট হন। ও’ব্র্রায়েন ২৫ বলে ৩৭ রান করে থামেন।
দুই ওপেনারের বিধ্বংসী রুপ পরের দিকের ব্যাটসম্যানরা দেখাতে না পারলে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৪ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। তাই আফগানিস্তানের বিশ্বরেকর্ডের ম্যাচে হার মানতে হয় আইরিশদের। আফগানিস্তানের রশিদ খান ২৫ রানে ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন জাজাই।
বাসস/এএমটি/১৭০০/স্বব