ঢাবির পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

359

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের (আইএসআরটি) ২৫তম ব্যাচের নবীন বরণ ও ২০তম ব্যাচের বিদায় সংবর্ধনা আজ ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. ইশরাত রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে আরও বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. পিকে মো. মতিউর রহমান এবং অধ্যাপক ড. এম সেকান্দার হায়াত খান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহনে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, সরকারের বিভিন্ন খাতে পরিসংখ্যানের শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা ও কাজের সুযোগ রয়েছে। ঢাবিতে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে আসে এবং শিক্ষাজীবন শেষে সেই জ্ঞানকে তারা কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে। রক্তের বিনিময়ে ও সম্ভ্রম দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, তাই দেশের প্রতি আমাদের অনেক দ্বায়িত্ব আছে।