বাসস দেশ-৪ : চকবাজারে অগ্নিকান্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে রিট

174

বাসস দেশ-৪
হাইকোর্ট-রিট
চকবাজারে অগ্নিকান্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিপূরণ চেয়ে রিট
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : চকবাজারে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও ক্ষতিগ্রস্ত পরিবাররের জন্য ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টের আজ রিট দায়ের করা হয়েছে।
সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ বাসস’কে আজ এ কথা জানান। তিনি বলেন, রিটে ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেকের জন্য ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ, তদন্তের জন্য বিচারিক কমিশন গঠন, অবৈধ বিল্ডিং ভাঙা এবং কেমিক্যাল গোডাউন সরানোর নির্দেশনা চাওয়া হয়েছে।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
গত ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে পুরান ঢাকা চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এ ঘটনা ৬৭ জন নিহত হয়। আহত হন প্রায় অর্ধশতাধিক। এখনো বেশ ক’জন আশংকা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
বাসস/এএসজি/ডিএ/১৩৫৫/কেকে