বাসস দেশ-২৪ : গাজীপুরের ইতিহাস ঐতিহ্যকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে তুলে ধরার আহবান

371

বাসস দেশ-২৪
পুরস্কার-বিতরণ
গাজীপুরের ইতিহাস ঐতিহ্যকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে তুলে ধরার আহবান
গাজীপুর, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : গাজীপুরের ইতিহাস ঐতিহ্যকে যথাযথ মূল্যায়নের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরার আহবান জানিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে গাজীপুরের কৃতি সন্তান তাজউদ্দিন আহমদ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছেন।
গাজীপুরের কৃতি সন্তান শহীদ তাজউদ্দিন আহমদ, শহীদ ময়েজ উদ্দিন আহমদ, শহীদ আহসান উল্লাহ মাস্টারসহ সকল কৃতি সন্তানদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বক্তারা।
গাজীপুর জেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে আজ গাজীপুরের সবুজ ছায়া রিসোর্টে সমিতির সদস্যদের মেধাবী সন্তানদের সংবর্র্ধনা ও পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সমিতির সভাপতি মেসবাহ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সমিতির নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক আতাউর রহমান, এম. এ সালাম শান্ত, জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় ১৯৭১ সালের উনিশে মার্চ গাজীপুরের সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলার জন্য গাজীপুরবাসীর অবদান এবং ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/এমএআর/২০৩৩/এএএ